ঢাকা: ঈদ এলেই ফিটনেসহীন লক্কর ঝক্কর গাড়ির দৌরাত্ম্য বেড়ে যায় কয়েক গুণ। পাশাপাশি ঢাকা সিটির বাস হয়ে যায় ইন্টারসিটি।
বহু বছরের পুরোনো গাড়ি রং দিয়ে নতুন করে সাজানো হয় ঈদ যাত্রীদের আকর্ষণের জন্য। এবারো চলছে এই একই নিয়মে। ঈদকে সামনে রেখে এসব গাড়ি মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ওয়ার্কশপের কারিগর ও রং মিস্ত্রিরা।
সেই সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণির পরিবহন ব্যবসায়ী ভালো-মন্দ বিচার না করে রং করা পুরোনো গাড়ি নামান রাস্তায়। বাড়তি চাপে যাত্রীরা হাতের কাছে যা পান সেসব গাড়িতেই উঠে যাত্রা শুরু করেন।
রং লাগানো এসব গাড়ি সড়কে নামানোর সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও বিকল হয়ে পড়ে থাকে। ফলে বেড়ে যায় দুর্ঘটনাও। তৈরি হয় যানজট। দুর্ঘটনার কারণ এসব ফিটনেসহীন গাড়ি। এসব গাড়ির কারণে ঈদে ঘরমুখো মানুষ রাস্তায় ভোগান্তিতে পড়তে হয়।
মিরপুর ভাষানটেক ও কাফরুল এলাকা ঘুরে দেখা মেলে রাস্তার ওপরে পুরোনো গাড়িতে রং করা হচ্ছে।
যে গাড়িগুলো ঢাকা সিটিতে প্রায়ই নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়, সেই সব গাড়ি ঈদের সময় মেরামত করে নতুন সাজে সাজিয়ে দূরপাল্লার পরিবহন হিসেবে ব্যবহার করছের অসাধু ব্যবসায়ীরা।
৪০ বছর ধরে গাড়িতে রং মিস্ত্রির কাজ করেন মুক্তি (৫৩)। তিনি বাংলানিউজকে বলেন, ঈদকে সামনে রেখে পুরোনো গাড়িগুলো রং করে নতুন রূপে সাজানো হচ্ছে। এই গাড়িগুলো ঈদে যাত্রী নিয়ে ঢাকার বাইরে রংপুর, দিনাজপুর, জামালপুর ও কিশোরগঞ্জ যাবে।
পথচারী মোহাম্মদ হাসান মিয়া বলেন, আলিফ-বাস সারা বছরই মিরপুর ১৪ টু ইপিজেড পর্যন্ত যাতায়াত করে, ঈদে হয়ে যায় ইন্টারসিটি। প্রশাসনের নজরদারি থাকলেই ঈদে পুরোনো ফিটনেসহীন গাড়ি চলাচল নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
জিএমএম/এসআইএস