ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় সোয়া তিন কোটি টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় সোয়া তিন কোটি টাকা

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে। উভয় লেনে যানবাহন চলাচল করেছে মোট ৪২ হাজারেরও বেশি।

 

মঙ্গলবার (২৭ জুন) সকালে এতথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।  

তিনি জানান, সোমবার (২৬ জুন) রাত ১২টা পর্যন্ত সেতুতে যানবাহন চলাচল করেছে ৪২ হাজার ৫৬০টি। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৪ হাজার ৮১৭ এবং ঢাকামুখী লেনে চলেছে ১৭ হাজার ৭৪৩টি যানবাহন। মোটরসাইকেল পারাপার হয়েছে ৬ হাজার ৮৪১টি।  

মোট টোল আদায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। পূর্ব টোলপ্লাজায় ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা এবং পশ্চিম টোলপ্লাজায় ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা।  

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।