ঢাকা: সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি। তবে ঈদ উদযাপনের লক্ষ্যে বৃষ্টি উপেক্ষা করেই রাজধানী ছাড়ছেন মানুষ।
মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর গুলিস্তান এলাকা ঘুরে দেখা গেছে, ঈদযাত্রার জন্য অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। যারা আগে ভাগে টিকিট কেটে রেখেছিলেন, তাদের বাস নির্ধারিত সময়েও মিলছে না। প্রতিটি বাসেই নির্ধারিত সময়ের পর ছাড়ছে।
এদিকে যারা টিকিট পাননি, তাদের টিকিটের জন্য ছোটাছুটি করতে দেখা গেছে। তবে কোনো বাস কাউন্টারেই টিকিট মিলছে না। সে কারণে অনেকেই লোকাল বাসে করে ঈদযাত্রা করছেন। আর লোকাল বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।
গুলিস্তান থেকে অধিকাংশ বাস দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে যাত্রা করছে। বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগের উদ্দেশ্যে যাত্রীরা এখান থেকে যাত্রা করে থাকেন। পদ্মা সেতু হওয়ার পর এ অঞ্চলে যাত্রায় স্বস্তি মিললেও ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ নেওয়ার মতো বাস নেই। সে কারণে লোকাল বাসের ওপর অধিকাংশ যাত্রীদের নির্ভর করতে হচ্ছে। অনেকেই ভেঙে ভেঙে বাড়ি ফিরছেন।
গুলিস্তানে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রী আবু ইউসুফের সঙ্গে আলাপকালে তিনি জানান, বরিশালে যাবেন। তবে কোনো বাসেই টিকিট নেই। তাই লোকাল বাসে প্রথমে ভাঙ্গা যাবেন, তারপর সেখান থেকে অন্য কোনো বাসে বরিশাল যাবেন। গুলিস্তান থেকে ভাঙ্গা নিয়মিত ভাড়া ২০০ টাকা হলেও এখন বাসগুলো ৪০০ টাকা নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
টিআর/আরআইএস