ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাবতলীতে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
গাবতলীতে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ ছবি: বাংলানিউজ

ঢাকা: দরজায় কড়া নাড়ছে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব কোরবানির ঈদ। ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে উদযাপন করতে গাবতলীর বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে।

মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর অন্যতম প্রধান বাস টার্মিনাল গাবতলীর বিভিন্ন কাউন্টারে ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় লক্ষ্য করা যায়।  

সরেজমিনে হানিফ পরিবহন, নাবিল পরিবহন, শ্যামলী পরিবহন, এস আর ট্রাভেলসসহ বিভিন্ন কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা যায়। বিভিন্ন কাউন্টারে যাত্রীরা তাদের নির্দিষ্ট বাসের জন্য অপেক্ষা করছেন। একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, কেউ দুই ঘণ্টা, কেউবা তার থেকেও বেশি সময় থেকে বাসের অপেক্ষায় আছেন।

পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে দায়িত্বরতদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন গাবতলী বাস টার্মিনালে যে পরিমাণ যানবাহন চলাচল করে, আজকে তার চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করছে। পাশাপাশি কোরবানির পশুর হাটের কারণে শিশু মেলা, শ্যামলী, কল্যাণপুর, মাজার রোড থেকে আমিন বাজার ব্রিজ পর্যন্ত তীব্র যানজট রয়েছে। এ কারণে বিভিন্ন পরিবহনের দুই থেকে তিন ঘণ্টার শিডিউল বিপর্যয় রয়েছে।

এসআর ট্রাভেলস কাউন্টারে কর্মরত আরিফ বাংলানিউজকে বলেন, আজকে যাত্রীদের মোটামুটি ভালোই চাপ রয়েছে।  

কোনো শিডিউল বিপর্যয় রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের শিডিউল বিপর্যয় নেই। তবে গাবতলীতে পশুর হাটের কারণে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগছে গাড়ি ছাড়তে।  

যাত্রীদের চাপ কেমন জানতে চাইলে হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, আজকে যাত্রী চাপ অনেক। অনেক যাত্রী টিকিট না পেয়ে বিভিন্ন কাউন্টারে ঘোরাফেরা করছেন।  

তিনি আরও বলেন, এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, রাস্তার অবস্থা মোটামুটি ভালো। তেমন বড় কোনো জট নেই। ছোট ছোট কিছু আছে, যা ঈদের সময়ে স্বাভাবিক। গাবতলী পশুর হাটের কারণে আমাদের দুই তিন ঘণ্টার শিডিউল বিপর্যয় রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।