ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈদে সার্বক্ষণিক চালু থাকছে জাতীয় জরুরি সেবা ৯৯৯

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
ঈদে সার্বক্ষণিক চালু থাকছে জাতীয় জরুরি সেবা ৯৯৯

ঢাকা: প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহা সার্বক্ষণিক চালু থাকছে জাতীয় জরুরি সেবা ৯৯৯।  

নাগরিকরা যাতে নির্বিঘ্নে ঈদুল আজহা উদযাপন করতে পারে সেলক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে জরুরি সেবার ফোন কলগুলোর সমস্যা সমাধানে সচেষ্ট রয়েছে।

 

মঙ্গলবার (২৭ জুন) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত এ সংক্রান্ত ২৮২টি কলের বিপরীতে ৯৯৯ সেবা দিয়েছে।  এর মধ্যে রয়েছে জোরপূর্বক পশুর গাড়ি হাটে নিয়ে যাওয়া বা অন্য হাটে যেতে বাধা দেওয়া, সড়কে ও নৌপথে পশুবাহী যান ও নৌযানে চাঁদাবাজি, জাল টাকা, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ইত্যাদি বিভিন্ন অভিযোগ।   এসব অভিযোগ সমাধানে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।  

ঈদের ছুটিতেও জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর সবক'টি নম্বর জরুরি সেবা দিতে চালু থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।