ফেনী: হামলার ছবি ধারণ করায় স্থানীয় সাংবাদিক কামরুল আরেফিনকে তুলে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ জুন) বিকেলে ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার এজহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফেনী জেনারেল হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য যাচ্ছিলেন স্থানীয় দৈনিক আমার ফেনীর শহর প্রতিনিধি কামরুল আরেফিন। এ সময় তিনি হাসপাতাল মোড় পর্যন্ত পৌঁছলে সংঘবদ্ধ যুবকরা এক অটোরিকশাচালককে মারধর করতে দেখেন। তিনি ওই ঘটনার ভিডিও ও ছবি ধারণ করে হাসপাতালের দিকে চলে যান। কিছুক্ষণ পর ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার যুবলীগের কর্মী আসিফ, মেহেদী, আশিক ও শাকিলের নেতৃত্বে একটি মাইক্রোবাস হাসপাতাল সংলগ্ন স্থান থেকে কামরুল আরেফিনকে জোর করে তুলে নেয়। পরে তারা কামরুলকে মারধর করে দুলাল প্লাজায় নিয়ে তার মোবাইল থেকে সবগুলো ছবি মুছে ফেলে ও টাকা-পয়সা নিয়ে যায়। খবর পেয়ে সাংবাদিকরা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন হাসপাতাল মোড় ও বিরিঞ্চি এলাকার যুবলীগের একটি দল নানা অপরাধ করে যাচ্ছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। সাংবাদিককে নির্যাতনকারী আসিফ ও আশিক ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন মিল্লাতের অনুসারী।
জানতে চাইলে আকবর হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিরা যুবলীগের মিছিল-মিটিংয়ে আসে। তবে আমার অনুসারী নয়। সাংবাদিককে মারধরের বিষয়টি নিন্দনীয়। এ ঘটনার শাস্তি দাবি করছি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা রেকর্ড হয়েছে। আশিক নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এসএইচডি/এএটি