ঢাকা: দিন গড়িয়ে রাত পেরুলেই ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব কোরবানির ঈদ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে গত দুদিনে রাজধানী ঢাকা ছেড়েছে লাখো মানুষ।
বুধবার (২৮ জুন) সকাল থেকে রাজধানীর অন্যতম প্রধান বাস টার্মিনাল গাবতলীর বিভিন্ন কাউন্টারে ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
সরেজমিনে হানিফ পরিবহন, নাবিল পরিবহন, শ্যামলী পরিবহন, এস আর ট্রাভেলসসহ বিভিন্ন কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে সকাল থেকেই বৃষ্টি অব্যাহত থাকায় যাত্রায় ভোগান্তি বেড়েছে এসব মানুষের।
ঈদুল আজহায় রাজধানী থেকে বাড়ির পথে এখন লাখো মানুষ। বুধবার সকাল থেকেই গাবতলী, মহাখালী, গুলিস্তান, শ্যামলী ও কল্যাণপুর বাস টার্মিনালে ছিল বাড়ি ফেরা মানুষের ভিড়। এর মধ্যেই সকাল থেকে একটানা বৃষ্টি ঘরমুখো মানুষের ভোগান্তি ও বিড়ম্বনা ছড়িয়েছে। তবে বৃষ্টি ভোগান্তি তৈরি করলেও ঘরমুখো মানুষকে আটকাতে পারেনি। ছাতা মাথায় দিয়ে হেঁটে, পলিথিনের পর্দা ঝুলিয়ে, বাসে চেপে কিংবা সিএনজিচালিত অটোরিকশায় করে যাত্রীদের বাস টার্মিনালের দিকে আসতে দেখা যায়।
গাবতলী বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষায় থাকা পাবনার বাসিন্দা রিয়াজুল করিম বলেন, সকাল থেকেই বৃষ্টি। ধানমন্ডি থেকে অনেক কষ্ট করে গাবতলী পৌঁছেছি। এখন বাসের জন্য অপেক্ষা করছি। সকালে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সকাল থেকে বৃষ্টির কারণে দুপুরে এসেছি। একটু ভোগান্তি হচ্ছে কিন্তু বাড়ি ফেরার আনন্দের কাছে এ ভোগান্তি কিছু না।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিদা বলেন, অনেক কষ্ট করে বৃষ্টি উপেক্ষা করে কল্যাণপুর এসেছিলাম। তবে সেখানে কোনো বাসের টিকিট না পেয়ে পরে গাবতলী এসেছি। পলিথিন মাথায় দিয়ে কোনোমতে বৃষ্টির পানি আটকানোর চেষ্টা করেছি। তারপরও প্রায় পুরোটাই ভিজে গেছি। তবু বাড়িতে সবার সঙ্গে দেখা হবে, একসঙ্গে ঈদ করতে পারব, এ আনন্দ সব কষ্ট দূর করে দিচ্ছে।
এদিকে যাত্রীরা এলে গাবতলীতে সহজেই যেমন মিলছে টিকিট, তেমনি যথা সময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে বাসগুলো। বুধবার গাবতলী বাস টার্মিনালে এমন চিত্র দেখা গেছে।
বাসকাউন্টারগুলো থেকে জানানো হয়, নানা কারণে যাত্রী সংকট গাবতলীতে। কেউ পদ্মা সেতু হয়ে চলাচল করছে।
দিগন্ত পরিবহনের ব্যবস্থাপক মো. মমিন বলেন, গাবতলী টার্মিনালে যাত্রী নেই, ঈদের আগে এমন চিত্র খুব কমই দেখা যায়। সিট খালি রেখেই আমরা বাস ছাড়ছি, এতে তেলের দাম উঠছে না। যাত্রী এখন গাবতলী আসে না, পদ্মাসেতু হয়ে বাড়ি যাচ্ছে। এছাড়া এবার ঈদের আমেজও কম, মানুষের হাতে পয়সা কড়ি নেই।
হানিফ পরিবহনের গাবতলী কাউন্টারের ম্যানেজার জাকির মল্লিক বলেন, পদ্মা সেতু খুলে দেওয়ার পর থেকে যাত্রীদের ঈদযাত্রায় কোনো কষ্ট নেই। তবে বৃষ্টিতে একটু ঝামেলা সবারই হয়। এ কারণে রাস্তায় কিছু সময় বেশি লাগছে। এ ছাড়া তেমন কোনো সমস্যা নেই।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এইচএমএস/আরবি