ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ত্যাগের মহিমায় এলাকায় এলাকায় পশু কোরবানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
ত্যাগের মহিমায় এলাকায় এলাকায় পশু কোরবানি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে তীব্র বৃষ্টি উপেক্ষা করে ত্যাগের মহিমায় পছন্দের পশু কোরবানি করেছেন সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসলমানরা।

বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের নামাজ শেষের পর প্রতিটি এলাকায় এলাকায় এ কোরবানি শুরু হয়।

এ সময় পছন্দের গরু, মহিষ, খাসি, ভেড়া, দুম্বা কোরবানি করা হয়।  

নামাজের পর শহরের চাষাঢ়া, কলেজ রোড, জামতলা, মাসদাইরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি এলাকায় সড়কে সড়কে চলছে পশু কোরবানি। এ সময় কোরবানির পর পানি ঢেলে পশুর রক্ত সরাতে দেখা গেছে স্থানীয়দের।  

শহরের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ঈদকে কেন্দ্র করে কোরবানি হচ্ছে আমার ওয়ার্ডের প্রতিটি এলাকায়। কোথাও যেন ময়লা সড়কে না ফেলা হয় সেজন্য আমি কোরবানি যারা করবেন তাদের কাছে গার্ভেজ পলি বিতরণ করেছি। এছাড়া পর্যাপ্ত ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে বাড়ি বাড়ি। তারা গার্ভেজ পলিতে আবর্জনা ফেলে বেঁধে রাখলে দুপুরের মধ্যে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা সব ময়লা অপসারণ করতে সক্ষম হবে।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।