সাভার (ঢাকা): সাভারে চামড়া শিল্প নগরীতে ঢুকতে শুরু করেছে ঈদের কোরবানির পশুর চামড়া।
বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল থেকে রাজধানী ও আশপাশের এলাকাগুলো থেকে আসতে শুরু করে পশুর চামড়া বোঝাই ট্রাক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চামড়া সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন ট্যানারি শ্রমিকরা। জানা যায়, আগামী একদিন এখানে লবণবিহীন কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। এরপর প্রায় মাসজুড়েই লবণ মাখা কাঁচা সংগ্রহ করা হবে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত উল্লাহ বাংলানিউজকে বলেন, রাজধানী ঢাকার চামড়া ঈদের দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত সংগ্রহ করা হবে। তারপর লবণসহ সারাদেশের চামড়া সংগ্রহ করা হবে। ঈদের সময় চামড়ার লোড বেশি হয়ে যায়, এছাড়া সিটিপির ওপরও চাপ বেশি পরে। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে স্থানীয় বিক্রেতাদের দাবি, চামড়ার দাম গতবারের তুলনায় একটু বেশি হলেও সেটা ন্যায্য মূল্যের চেয়ে অনেকটাই কম। তবে ট্যানারির কারখানার কর্তৃপক্ষ বলছে সরকার নির্ধারিত মূল্যেই চামড়া কেনা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এসএফ/এসআইএ