ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
লক্ষ্মীপুরে বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।

 

শুক্রবার (৩০ জুন) বিকেল ৬টার দিকে সড়কের সাইফিয়া দরবার শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের মঞ্জুরের ছেলে সাফায়েত (১৮) ও দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে রাজন (১৮)।  

আহতরা হলেন, সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার রফিকের ছেলে মো. রিয়াজ (১৯), পৌরসভার বাঞ্চানগর এলাকার সোহেল রানার ছেলে শোয়েব ইসলাম (১৮) ও তুষার (৩০)। তুষারের পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ সূত্র জানায়, আহত ও নিহতরা দুটি মোটরসাইকেল নিয়ে মজু চৌধুরীর হাট সড়কে ঘুরতে বের হন। তাদের মোটরসাইকেল দ্রুত গতির হওয়ায় ওই সড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৫ জনই ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই সাফায়েতের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের ৫ জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার পথেই মারা যায় রাজন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আমরা দুইজনকে মৃত পেয়েছি। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।  

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।