বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত এলাকা দিয়ে ভারতে চামড়া পাচার রোধে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতোমধ্যে সীমান্তের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।
শুক্রবার (৩০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল ও ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান।
এ সময় তারা জানান, কোরবানির পশুর চামড়া যাতে কোনোভাবে ভারতে পাচার হতে না পারে সেজন্য সীমান্তের বিশেষ পয়েন্টগুলো চিহ্নিত করে টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শহর থেকে যাতে চামড়া সহজেই সীমান্তে পৌঁছাতে না পারে তার জন্য বিজিবি চেকপয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
চামড়া ব্যবসায়ী শাহাদত হোসেন জানান, সরকার ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করেছে ৪৫ থেকে ৪৮ টাকা। এছাড়া ছাগলের চামড়ার দাম নির্ধারণ করেছে ১৮ থেকে ২০ টাকা। এতে সরকার নির্ধারিত দামে কোরবানির পশুর চামড়ার দাম পাওয়া যাচ্ছে না। তাছাড়া শ্রমিকের মূল্যবৃদ্ধিতে লাভের সম্ভাবনা কম বলছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
আরবি