ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

স্বামীর বাইক থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
স্বামীর বাইক থেকে পড়ে গৃহবধূর মৃত্যু প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁয় স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে পড়ে সাদিয়া (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

শনিবার (১ জুলাই) নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করেন।

 

নিহত সাদিয়া জেলা সদর উপজেলার শাহজাদপুর এলাকার জালাল হোসেনের স্ত্রী।

ওসি ফায়সাল বিন আহসান জানান, গতকাল শুক্রবার (৩০ জুন) বিকেলে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে নওগাঁ শহরে ঘুরতে আসে সাদিয়া। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে জেলা সদর উপজেলার ফতেপুর বাজার এলাকায় এলে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সাদিয়া। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, যেহেতু স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে সাদিয়া নিহত হয়েছেন। তাই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।