ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা

ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম ১৪তম বর্ষে পদার্পণ করেছে। বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

শনিবার (০১ জুলাই) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম পরিবারকে এ শুভেচ্ছা জানান।  

নেতারা বলেন, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।