সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের তিজন আহত হয়েছেন।
শনিবার (১জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৮নং পশ্চিম ঠাকুরের মাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ওই গ্রামের জয়নাল মিয়া, তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেহা বেগম ও তাদের একটি শিশু সন্তান।
জয়নাল মিয়া জানান, তার স্ত্রী ঘরে রান্না করছিলেন। হঠাৎ বসতঘর সংলগ্ন টিলা ধসে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই স্ত্রী-সন্তানসহ তিনি মাটিচাপা পড়েন। প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন।
চিকনাগুল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী জানান, গত কয়দিন ধরে ভারী বর্ষণ হওয়াতে জৈন্তাপুর উপজেলা প্রশাসন মাইকিং করে টিলার পাদদেশে বসবাসকারীদের সরে যেতে নির্দেশনা দেয়। ইউনিয়ন পরিষদের উদ্যোগেও গ্রামে গ্রামে মাইকিং করা হয়েছে। ঝড়-বৃষ্টির দিনে সবাইকে সচেতনতা অবলম্বন করে নিরাপদ স্থানে বসবাস করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এনইউ/এমজেএফ