ঢাকা: রাজধানীর সদরঘাটে নবাব বাড়ির পুকুর থেকে মাইনুল হাসান রিফাত (২৪) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। ওই যুবক পুকুরে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যান।
শনিবার (১ জুলাই) রাতে এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি জানান, বিকেলের দিকে সংবাদ আসে সদরঘাট নবাব বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে এক যুবক তলিয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সেখানে গিয়ে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেন।
এরশাদ হোসেন আরও জানান, যতটুক জানা গেছে, ওই যুবক সেই পুকুরে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যান। তার মৃতদেহ স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এজেডএস/এমজেএফ