ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
রোববার (২ জুলাই) দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আব্দুল মালেক (৫০), সাইফুল (৩১) ও ফয়সাল (২৫)।
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।
আটকরা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
পিএম/আরবি