ঢাকা: রাজধানীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্মাণাধীন ভবনের পাশে এক নবজাতকের মরদেহ পেয়েছে পুলিশ। নবজাতকের বয়স হবে আনুমানিক এক দিন।
রোববার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) উদয়ন বড়ুয়া জানান, খবর পেয়ে বুয়েটের নির্মাণাধীন ভবনের পাশের রাস্তা থেকে ওই ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি লাল কাপড় দিয়ে মোড়ানো ছিল।
এসআই জানান, ধারণা করা হচ্ছে, নবজাতকটিকে মৃত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
এজেডএস/আরএইচ