ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাদা পাথরে ৮ ঘণ্টা ধরে নিখোঁজ পর্যটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
সাদা পাথরে ৮ ঘণ্টা ধরে নিখোঁজ পর্যটক

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদা পাথরে বেড়াতে গিয়ে আবদুস সালাম (২৩) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

রোববার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে সাদা পাথর এলাকায় পানিতে নেমে সাঁতার কাটতে গিয়ে ওই যুবক নিখোঁজ হন।

নিখোঁজ আব্দুস সালাম ঢাকা মিরপুর-১১ এর মৃত আবুল কালামের ছেলে। বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছিলেন তিনি।

নিখোঁজ যুবকের সঙ্গে আসা মো. সাজ্জাদ হোসেন শাহীন জানান, তারা ধলাই নদীতে সাঁতার কাটতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতে আবদুস সালাম নিখোঁজ হন।

তাকে উদ্ধারে উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ওই যুবক পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন। রাত ১১ টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এনইউ/এমএচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।