সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদা পাথরে বেড়াতে গিয়ে আবদুস সালাম (২৩) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
রোববার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে সাদা পাথর এলাকায় পানিতে নেমে সাঁতার কাটতে গিয়ে ওই যুবক নিখোঁজ হন।
নিখোঁজ আব্দুস সালাম ঢাকা মিরপুর-১১ এর মৃত আবুল কালামের ছেলে। বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছিলেন তিনি।
নিখোঁজ যুবকের সঙ্গে আসা মো. সাজ্জাদ হোসেন শাহীন জানান, তারা ধলাই নদীতে সাঁতার কাটতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতে আবদুস সালাম নিখোঁজ হন।
তাকে উদ্ধারে উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ওই যুবক পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন। রাত ১১ টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এনইউ/এমএচএস