ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে ঘরের আলমারিতে মিলল গ্রেনেড!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
শিবচরে ঘরের আলমারিতে মিলল গ্রেনেড! উদ্ধার হওয়া গ্রেনেড

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তির ঘরের আলমারি থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

 

জানা গেছে, রাজারচর এলাকার জয়নাল আবেদীনের ঘরের আলমারির মধ্যে একটি গ্রেনেড রাখা আছে, এমন খবরের ভিত্তিতে শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন কুমার হালদারের নেতৃত্বে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে আলমারির ভেতর থেকে দুই ইঞ্চি লম্বা পুরোনো একটি গ্রেনেড উদ্ধার করা হয়। দীর্ঘদিন আগে পুকুর খনন করতে গিয়ে গ্রেনেডটি পেয়ে তিনি আলমারিতে রেখে দেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, 'পুকুর খনন করতে গিয়ে ১৯৯০ সালে গ্রেনেডটি পান ওই পরিবার। এরপর থেকে ঘরের আলমারিতে রেখে দেন। মাঝেমধ্যে বাচ্চারা কান্নাকাটি করলে গ্রেনেডটি দিয়ে খেলতেও দিতেন। '

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেনেডটির সামনের অংশ ক্লিপ দিয়ে লাগানো এবং মরিচা ধরা। বেশ পুরাতন এটি।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।