ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে হত্যা মামলায় ইউপি সদস্য কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
গোবিন্দগঞ্জে হত্যা মামলায় ইউপি সদস্য কারাগারে

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আলোচিত হাবিজার রহমান হত্যা মামলার অন্যতম আসামি শালমারা ইউপি সদস্য শাহজাহান আলীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এ রায় দেন।

 

মামলা সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ২০২২ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগা গাড়ামারা গ্রামের মৃত মওলা সরকারের ছেলে আব্দুল মান্নান সরকার ও তার ভাই ইউপি সদস্য শাহজাহান আলীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় বৃদ্ধ হাবিজার রহমানের ওপর হামলা চালায়। এ সময় হাবিজার রহমানের ছেলে জেলা বারের সদস্য অ্যাডভোকেট সাজু ও আইনজীবী আব্দুর রশিদ এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের ওপরেও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়।  গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেদিন রাত আনুমানিক ৯টার দিকে হাবিজার রহমানের মৃত্যু হয়। পরদিন নিহতের ছেলে রাজু মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার এ মামলার অন্যতম আসামি ইউপি সদস্য শাহজাহান আলী আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শামসুল আলম জানান, শাহজাহানকে বিকেলে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।