ঢাকা: ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেকে ১১ ইউনিট গিয়ে কাজ শুরু করেছে। সদর দপ্তর জানিয়েছে নদীতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে আগুনের ঘটনা ঘটেছে।
সোমবার (৩ জুলাই) রাত ১১টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়ার কর্মকর্তা শাহজাহান শিকদার এসব তথ্য জানান।
তিনি বলেন, সন্ধ্যা পৌনে সাতটার সময় আমরা আগুনের খরব পাই। ঘটনাস্থলে এখন ফায়ার সার্ভিস থেকে ১১টা ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। সুগন্ধা নদীতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে গেছে।
এর আগে সন্ধ্যায় জাহাজ সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণে ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা নয় পুলিশ সদস্যসহ ১১ জন দগ্ধ ও আহত হন। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, ঘটনাস্থলে সাগর নন্দিনী-২ ও সাগর নন্দিনী-৪ নোঙর করা ছিল। এ ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
এজেডএস/এমজে