ঢাকা: ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে দুই তেলের ট্যাঙ্কারে লাগা আগুনের ঘটনায় দগ্ধদের চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগ প্রস্তুত আছে।
সোমবার (৩ জুলাই) রাত ১২টার দিকে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, সুগন্ধা নদীতে জাহাজের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধের চিকিৎসার জন্য আমরা প্রস্তুত আছি। যদিও বা জরুরি বিভাগ সবসময় প্রস্তুত থাকে। তবুও সেখানে দায়িত্বরত সবাইকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে।
তরিকুল আরও বলেন, আমরা জানতে পেরেছি দুজন দগ্ধ ইতোমধ্যে রওনা করেছে। যতজনই আসুক আমাদের বিভাগ ও আমরা প্রস্তুত।
সন্ধ্যায় জাহাজ সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণে ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা নয় পুলিশ সদস্যসহ ১১ জন দগ্ধ ও আহত হন। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, ঘটনাস্থলে সাগর নন্দিনী-২ ও সাগর নন্দিনী-৪ নোঙর করা ছিল। এ ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
এজেডএস/এমজে