ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে রাঙামাটির এসপির আল্টিমেটাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে রাঙামাটির এসপির আল্টিমেটাম

রাঙামাটি: পর্যটন নগরী খ্যাত রাঙামাটি শহরকে পরিষ্কার-পরিছন্ন রাখতে পুরো শহরের সড়ক এবং ফুটপাত দখলমুক্ত করার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।  

মঙ্গলবার সকালে (০৪জুলাই) জেলা শহরের বনরূপা এলাকায় বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আল্টিমেটাম দেন।

এসপি বলেন, কেউ দখল থেকে সরে না গেলে আমরা উচ্ছেদ অভিযান এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি আরও বলেন, রাঙামাটি শহর অনেক নিরাপদ এবং সুশৃঙ্খল। পর্যটকদের সুবিধার্থে শহরের সৌন্দর্য বৃদ্ধি, অবৈধ যানবাহন বন্ধ, দুর্ঘটনা এড়াতে লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়ক যানজটমুক্ত রাখতে পুলিশ সবাইকে নিয়ে কাজ করবে।

কমিউনিটি পুলিশিং জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিনের সঞ্চালনায় বক্তব্য দেন- রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সুশীল সমাজের প্রতিনিধি মনিরুজ্জামান মহসিন রানাসহ বিভিন্ন পরিবহনের মালিক, চালক সমিতির নেতা এবং পুলিশের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।