ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দানু চৌধুরী (৮৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো ও তিব্বতের মাঝামাঝি সাউদান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত দানুর ছেলে ইমরান চৌধুরী বলেন, আমাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার কালিপুর গ্রামে। বর্তমানে আমি নাখালপাড়ায় থাকি। আমার বাসায় আসতেছিল বাবা। পথে সাউদান সিএনজি পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাকে উদ্ধার করে তেজগাঁও ইমপালস হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তেজগাঁ শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এজেডএস/আরবি