সিলেট: সিলেটের পর্যটন এলাকা সাদা পাথরে নিখোঁজ পর্যটক আব্দুস সালামের (২৩) মরদেহ প্রায় ৪৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কোম্পানিগঞ্জের ধলাই নদীর উৎসমুখে তার মরদেহ ভেসে ওঠে।
কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের বাবা-মা বেঁচে নেই। তার চাচা-চাচি ও চাচাতো ভাই খবর পেয়ে এসেছেন।
গত রোববার দুপুর আড়াইটায় কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথরে গোসল করতে নেমে পানির স্রোতের তোড়ে নিখোঁজ হন আব্দুস সালাম (২৩) নামের ওই যুবক। ৬ বন্ধু মিলে তারা সাদা পাথর এলাকায় ঘুরতে আসেন।
নিখোঁজ হওয়া পর থেকে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও নৌকাঘাট ইজারাদাদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে মঙ্গলবার সকালে ধলাই নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এনইউ/এমজেএফ