ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পুকুরে ডুবে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
ময়মনসিংহে পুকুরে ডুবে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় পুকুরে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) রাতে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের গড়বাজাইল গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো, ওই এলাকার ইস্রাফিলের মেয়ে মরিয়ম (১৪) ও মাহবুবুল আলমের মেয়ে মাবিয়া (৯)। তারা সম্পর্কে চাচাতো বোন।

মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) মো. চাঁদ মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরিয়ম ও মাবিয়া তাদের মা-বাবার সাথে ঢাকায় বসবাস করতো। বেশ কিছুদিন আগে তারা নিজ বাড়িতে এসে স্থানীয় একটি মাদরাসায় ভর্তি হয়।

গতকাল সন্ধ্যায় তারা বাড়ির পাশে পুকুর ঘাটে খেলা করছিল। এক পর্যায়ে মাবিয়া অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। মাবিয়াকে বাঁচাতে গিয়ে মরিয়ম পুকুরে নামে। সাঁতার না জানায় তারা দুইজনই পুকুরের পানিতে ডুবে যায়।

বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করে।

ওসি চাঁদ মিয়া আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।