বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যানচালকের মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে সমাবেশের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটি।
বুধবার (৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মালিক-শ্রমিক যৌথ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (৪ জুলাই) রাতে জেলা পরিবহন শ্রমিক যৌথ পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দাবি মানা না হলে বৃহস্পতিবার (০৬ জুলাই) দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য বগুড়ায় সবরকম পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।
সোমবার (৩ জুলাই) বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোফাজ্জল হোসেন মোফা নামে এক ভ্যানচালক নিহত হন। এ ঘটনায় ভ্যানচালকের স্ত্রী মঞ্জিলা হক বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেন। এতে বাস মালিক সারওয়ার হোসেন, চালক সিরাজুল ইসলাম ও তার সহকারী আশিককে আসামি করা হয়৷ পরিবহন নেতারা ধর্মঘটের সময় বিভিন্ন দাবি করে আসলেও এবারের আন্দোলনের কেন্দ্রে রয়েছে এই মামলা।
সংগঠনটির পাঁচ দাবিগুলো- বগুড়ার দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের প্রত্যাহার, দুর্ঘটনায় ভ্যানচালক নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলা প্রত্যাহার, বাস ভাঙচুরের ক্ষতিপূরণ আদায়, মহাসড়কে অবৈধ তিন চাকার যানবাহন চলাচল বন্ধ ও মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ।
বগুড়া জেলা পরিবহন শ্রমিক যৌথ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, সোমবার দুপচাঁচিয়া বাসের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি অবশ্যয় দুঃখজনক। তবে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। দুর্ঘটনার পর আইনানুযায়ী জব্দ না করে পুলিশ ঘটনাস্থলে রেখে এলে কিছু দুর্বৃত্তরা বাস ভাঙচুর করে৷ পরে দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ উদ্দেশ্য প্রণোদিতভাবে বাস মালিক সারওয়ার হোসেনের নামে মামলা দায়ের করেন। বাসের চালক দোষ করলেও মালিক ও সহকারীর কী দোষ? পরে সংগঠনের পক্ষ থেকে বাস ভাঙচুরের মামলা দিতে গেলে ওসি তা নেয়নি। এজন্য পাঁচ দফা দাবিতে আজ প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে পাঁচ দফা দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য বগুড়ায় সবরকম পরিবহনের ধর্মঘটের ডাক দেওয়া হবে।
তিনি আরও বলেন, বাসের আইনি সব কাগজপত্র আছে। সমাবেশে গণমাধ্যমের কাছে তা দেখানো হবে। আমাদের দাবি মানা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মালিক-শ্রমিক যৌথ কমিটির জরুরি সভায় মালিক সমিতির সভাপতি আকতারুজ্জামান ডিউক, বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক কবির আহমেদ মিঠুসহ মালিক-শ্রমিক যৌথ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বগুড়ার দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনায় ভ্যানচালক নিহত হওয়ার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। এখানে পুলিশের পক্ষ থেকে আসামি কে হবে না হবে তা নির্ধারণ করা হয় না। মামলার পরে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এএটি