ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মহরজান বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

বুধবার (৫ জুলাই) বিকেলে উপজেলার শিবচর-শেখপুর আঞ্চলিক সড়কের সুতারপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহরজান বেগম উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া গ্রামের জব্বর খানের স্ত্রী।

জানা গেছে, বিকেল ৪টার দিকে বাড়ির কাছে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন মহরজান বেগম। এসময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্বজনরা মহরজানকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম বলেন, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে কেউ জানায়নি। খোঁজ নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।