ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না আকরামুল সানার!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না আকরামুল সানার! নিহত সানার মোটরসাইকেল।

সাতক্ষীরা: নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আকরামুল সানার। একটি ঘাতক বাস কেড়ে নিল তার জীবন।



বুধবার (৫ জুলাই) সাতক্ষীরা শহরের চিত্তর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষক আকরামুল সানা (৬৫) ২০১৭ সালে সদর উপজেলার বৈকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন জানান, আকরামুল সানা জোহরের নামাজ পড়ে ইটাগাছা সিঅ্যান্ডবি মসজিদ থেকে মোটরসাইকেল চালিয়ে বের হচ্ছিলেন।  এ সময় কালিগঞ্জগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আকরামুল সানার।

এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।