মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দুই নেতার আধিপত্যের জেরে নিঃস্ব ও অসহায় হয়ে পড়ছেন বরিশাট গ্রামের সাধারণ মানুষ।
বুধবার (৫ জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম তারেক ও সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের সমর্থকদের মধ্যে বরিশাট গ্রামে দফায় দফায় হামলা ও সংঘর্ষে অর্ধশত বাড়িঘর ভাঙচুর ও লুট-পাটের ঘটনা ঘটেছে।
হামলায় দু’পক্ষের লোকজনের গরু-ছাগল, সোনার অলংকার, মোটরসাইকেল, ভ্যানগাড়ি, শ্যালোমেশিন ও নগদ টাকা। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ভাঙচুর করা হয়েছে বাড়ি আসবাবপত্র, ফ্রিজ, ইলেক্ট্রিক যন্ত্রপাতি ও বৈদ্যুতিক মিটার।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশকিছু টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শ্রীপুর থানা পুলিশ। তবে সংঘর্ষ জড়ানো উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বরিশাট গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী তারিকুল ইসলাম তারেক এবং মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ভাঙচুর ও লুটপাটের কারণে ওই গ্রামের অনেক পরিবার নিঃস্ব ও অসহায় হয়ে পড়ছেন। এ বিষয়ে উভয়পক্ষের দুই আওয়ামী লীগ নেতা কাজী তারিকুল ও মোস্তাসিম সংগ্রাম পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সকালে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
উল্লেখ্য, গত ০১ জুলাই বিকেলে তারিকুল গ্রুপের সমর্থক নবাব আলী (৩৫) গাংনালিয়া বাজারে একা পেয়ে সংগ্রাম গ্রুপের সমর্থক শাহীন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এরপর থেকেই উভয়পক্ষের লোকজন সংঘর্ষের প্রস্তুতিতে দেশী অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিতে থাকে। মহড়ার একপর্যায়ে বুধবার সকালে দু’পক্ষের লোকজন বিচ্ছিন্ন সংঘর্ষে জড়ায়।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এসআরএস