ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাদক নির্মূলে সভা ও চারা বিতরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
মানিকগঞ্জে মাদক নির্মূলে সভা ও চারা বিতরণ  ...

মানিকগঞ্জ: মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি নির্মূলে মানিকগঞ্জের সদর উপজেলার দীঘি ইউনিয়নে অবস্থিত ভাটবাউর যুব সংঘের উদ্যোগে ঈদগাহ ময়দানে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়।

মাদকবিরোধী এই সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন দীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান আহমেদ রাজা, সচেতন নাগরিক মো. রতন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. আরিফুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জহির উদ্দিন, সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সামাদ, সাবেক কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, যুব সংঘের সাবেক সভাপতি আতোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, যুব সংগঠক চাঁন মিয়া।

সভায় বক্তারা আগামী প্রজন্মকে মাদক থেকে রক্ষা করা ও মাদকাসক্তদের পুনর্বাসন করার বিষয়ে গুরত্ব আরোপ করেন।  

সভার সভাপতি ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের লিটন মাদক ব্যবসায়ীদের তালিকা এবং স্থানীয়ভাবে স্থাপনকৃত সিসি ক্যামেরার পাসওয়ার্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশিদের কাছে তুলে দেন। মো. হামিমুর রশিদ মাদক নির্মূলে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন এবং তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।

আলোচনা শেষে ভাটবাউর যুব সংঘের সম্মুখে ২টি গাছের চারা রোপণ করা হয় এবং উপস্থিত ২০০ লোকের মাঝে চারা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।