ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
গুলিস্তানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

ঢাকা: রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

গ্রেপ্তাররা হলেন সজিব মোল্লা, অন্তর দাস ওরফে শান্ত, নাসির উদ্দিন, আলাউদ্দিন ঢালী, বাবু ও পারভেজ মিয়া।

বুধবার (০৫ জুলাই) রাতে শাহবাগ থানার অন্তর্গত গুলিস্তান এলাকার হযরত গোলাপ শাহ্ মাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু উদ্ধার করা হয়।

ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুল আলম মুজাহিদ জানান, কয়েকজন দুষ্কৃতিকারী ডাকাতির জন্য গোলাপ শাহ্ মাজারের পশ্চিম দিকে অস্ত্রসহ অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা পুরান ঢাকার বাবু বাজার, নয়াবাজার, কোতোয়ালী, সূত্রাপুর ও গুলিস্তান এলাকায় ডাকাতি করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা ডাকাতির জন্য সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।