ঢাকা: বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
বৃহস্পতিবার (০৬ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন জাইকার সিনিয়র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জুনিচি ইয়ামাদা।
জুনিচি বলেন, জাপান বিনিয়োগে প্রস্তুত আছে। আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চাই। গত কয়েক দিনে আমরা চট্টগ্রামের মাতারবাড়ি, নারায়ণগঞ্জের আড়াইহাজারসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছি। এসব প্রকল্পের অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট।
তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়ন বৈদেশিক বিনিয়োগকে আকর্ষিত করে, আর এ ক্ষেত্রে জাইকা তথা জাপান সরকার বাংলাদেশকে সহায়তা করবে। মানব সম্পদের উন্নয়ন ও অবকাঠামোর উন্নয়নে ভূমিকা রাখবে।
সুদের হার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নির্ধারণ করে জাপান সরকার। এই হার সব দেশের জন্য সমান। আমি মনে করি, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুদ হার নির্ধারণ করা হয়।
এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশর প্রকল্প প্রক্রিয়ায় সময় লাগে, এটা নিয়ে তারা আপত্তি জানান। তারা মূলত হলি আর্টিজানে নিহত জাপানি নাগরিকদের শ্রদ্ধা জানাতে আসেন। বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। মানব সম্পদের উন্নয়ন ও অবকাঠামোর উন্নয়নে তারা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
এসএমএকে/এসআইএ