ঢাকা: ভিয়েতনামে নিযুক্ত রাষ্ট্রদূত সামিনা নাজকে মিসরে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি এ পদে রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
রাষ্ট্রদূত সামিনা নাজ বর্তমানে ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন।
তিনি বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মজীবনের কূটনীতিক।
সামিনা নাজ এর আগে মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৯৫ সালে ফরেন সার্ভিসে যোগদান করেন।
হেগ, নয়াদিল্লির বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
রাষ্ট্রদূত সামিনা নাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিএসএস এবং এমএসএস করেছেন।
এছাড়া তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
টিআর/এএটি