নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে বিচার সালিশি বৈঠকে প্রতিপক্ষ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাজিব (২০) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় বন্দর থানার নবীগঞ্জস্থ কামাল উদ্দিনের মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তার মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, অটোরিকশা চুরির ঘটনা নিয়ে বন্দর থানার নবীগঞ্জ কাইতাখালি এলাকার রাজিবের সঙ্গে একই কালাম মিয়ার ছেলে রাতুলের পূর্ব বিরোধ ছিল। বৃহস্পতিবার নবীগঞ্জ এলাকায় এ নিয়ে বিচার সালিশ বসে। বিচার সালিশ চলাকালে রাতুলসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে রাজিকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় রাজিবকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এমআরপি/এসআইএস