ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুনারুঘাটে বালু বোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
চুনারুঘাটে বালু বোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বালু বোঝাই ট্রাক্টর উল্টে আল-আমিন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (০৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।

নিহত আল-আমিন কাচুয়া গ্রামের জহুর হোসেনের ছেলে এবং পেশায় ট্রাক্টরে বালু উঠানো ও নামানোর কাজ করতেন।

ওসি রাশেদুল হক জানান, কচুয়া গ্রাম থেকে ট্রাক্টরে বালু বহন করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ট্রাক্টরটি উল্টে গেলে এর নিচে চাপা পড়ে আহত হন আল-আমিন। পরে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। ওই শ্রমিকের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।