ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় কাউন্সিলরসহ ১৩ জুয়াড়ি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
আখাউড়ায় কাউন্সিলরসহ ১৩ জুয়াড়ি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়ার আসর থেকে পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলরসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (৭ জুলাই) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও এক লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আখাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সুজন মিয়া (৩০), বাবুল মিয়া (৬০), সবুজ খন্দকার (৩৫), আমজাদ হোসেন (৩০), আব্দুর রউফ (৪৪), সোহাগ খান (৩০), এমদাদুল ইসলাম ভূইয়া (৫০), মো. রবিউল (৩০), মজিবুর (৫৫), মো. ফরিদ মিয়া (৬০), ফুল মিয়া (৬৮), ফখরুল মিয়া (৪৫) ও মো. ইমরান (৪৮)।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে আখাউড়া রেলওয়ে জংশনের পশ্চিম পার্শ্বে রেলওয়ে ক্লাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় নগদ এক লাখ ৪০ হাজার টাকা ও ১০৪টি তাস কার্ড জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।