ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষ, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
টাঙ্গাইলে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষ, আহত ১৫

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) বিকেলের দিকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা সবাই সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।  

আহতদের মধ্যে একজনের নাম মিনহাজ। তার স্ত্রী আকলিমা বেগম জানান, বিকেলে সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশে স্বামীর সঙ্গে পিকআপভ্যানে করে রওনা হন। পিকআপভ্যানটি ওই মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এলে একই দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের গাড়িটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে পিকআপভ্যানে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতরা সবাই ঢাকার যাত্রী ছিলেন।  

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘাতক কাভার্ডভ্যানটি ঘটনার পর পরই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

টাঙ্গাইল ট্র‌্যাফিক পুলিশের পরিদর্শক (টিআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।