ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে পাঁচ হাজার ইয়াবাসহ ৩ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
সিরাজগঞ্জে পাঁচ হাজার ইয়াবাসহ ৩ বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।  

শনিবার (৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলী।

 

আটকরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার বড় মজিদপুর গ্রামের মৃত তারা কেতু মিয়ার ছেলে মো. লাল মিয়া ওরফে লালন (৪০), একই গ্রামের মো. বাবলু মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (৩০) ও মো. রাশেদুল ইসলামের স্ত্রী মোছা. নাজমিন খাতুন (২৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামগামী খাজা ট্রাভেলস নামে এক যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।