ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাঁজাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
গাঁজাসহ কারবারি আটক

চাঁদপুর: জেলা শহরের পালবাজার এলাকায় অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজাসহ মো. কালু মাঝি (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। তিনি জেলার মধ্যম শ্রীরামদী গ্রামের বাসিন্দা।

শনিবার (০৮ জুলাই) সকালে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।  

মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৭ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুরের পালবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  

তিনি বলেন, অভিযানে একটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়। পরে অটোরিকশাটি তল্লাশি করে সিট কভারের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় দুইটি প্যাকেট থেকে দুইকেজি গাঁজাসহ কালুকে আটক করা হয়।  

তিনি আরও বলেন, পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ মোবাইল কোর্টের মাধ্যমে তাকে নয় মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। পরে জব্দ করা গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।