ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় আহত রিপন (৪০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

শনিবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢামেকের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।



তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, দুপুরে হাসপাতাল থেকে থানায় খবর দেওয়া হয়, যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়া এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল; তিনি চিকিৎসাধীন মারা গেছেন। পরবর্তীতে হাসপাতালে গিয়ে নিহতের আঙ্গুলের ছাপের সাহায্যে তার পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার পরিবারকে খবর জানানো হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, শনিবার ভোরে কয়েকজন পথশিশু রক্তাক্ত আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে ভর্তি করা হয়। তারা কেউ ওই ব্যক্তিকে চেনে না। ওই পথশিশুরা জানিয়েছিল, শনির আখড়া এলাকায় কোনো গাড়ির ধাক্কায় আহত হয়ে রাস্তার পাশে পড়েছিল ওই ব্যক্তি। তারা দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে এসেছিল।

নিহত রিপনের সহকর্মী জামাল উদ্দিন মৃধা জানান, রিপনের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার ডিগ্রিরচর গ্রামে। বর্তমানে কাজলা নয়ানগর এলাকায় থাকতেন। নয়ানগর এলাকার একটি কারখানায় চাকরি করতেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।