ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকা থেকে অপহৃত কিশোরী ফেনীতে উদ্ধার, গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
ঢাকা থেকে অপহৃত কিশোরী ফেনীতে উদ্ধার, গ্রেপ্তার ৩

ফেনী: ঢাকা থেকে অপহৃত এক কিশোরীকে (১৪) জেলার সোনাগাজী উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (০৯ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় মো. ইব্রাহীম রাজু, তার পিতা মো. আবুল হোসেন ও ভগ্নীপতি নূর উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, ছাড়াইতকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে ইব্রাহীম ঢাকার চকবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী এলাকায় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।  

তিনি ওই এলাকার এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার সকালে তার নেতৃত্বে ৫-৬ জন ব্যক্তি কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে ফেনীর সোনাগাজী নিজ বাড়িতে নিয় যান।  

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সোনাগাজী মডেল থানার মামলা নম্বর-১১, তারিখ-০৯-০৭-২০২৩। ভোরেই পুলিশ কিশোরীকে উদ্ধার ও তিন আসামিকে গ্রেপ্তার করে।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীকে সোমবার ফেনী জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হবে। এছাড়া গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠায়।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।