ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুলাভাইয়ের হাতুড়িপেটায় শ্যালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
দুলাভাইয়ের হাতুড়িপেটায় শ্যালক নিহত ছবি: সংগৃহীত

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈরে বোনের পারিবারিক বিরোধ মেটাতে এসে দুলাভাইয়ের হাতুড়িপেটায় শ্যালক রিপন শেখ নিহত হয়েছেন।  

রোববার (৯ জুলাই) সন্ধ্যায় বোনের শ্বশুরবাড়ি রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত রিপন শেখ (২৪) পশ্চিম রাজৈরের দক্ষিণ পাড়া গ্রামের আবদুল রব শেখের ছেলে। ঘাতক দুলাভাইয়ের নাম রাজ্জাক ফকির। রাজৈরের পূর্ব সরমঙ্গল গ্রামের আলমগীর ফকিরের ছেলে তিনি।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে স্ত্রী রিপা বেগমকে (২৪) মারধর করেন রাজ্জাক ফকির। এ খবর জানতে পেরে রিপন শেখ বিরোধ মেটাতে বোন রিপার শ্বশুরবাড়ি আসেন। বিষয়টিতে রেগে গিয়ে দুলাভাই রাজ্জাক রিপনকে হাতুড়িপেটা করেন। বাধা দিতে গেলে রিপাকেও মারধর করেন রাজ্জাক। পরে গুরুতর অবস্থায় আহত ভাইবোন দুইজনকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিপন শেখ মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ৮টার সময় মরদেহ উদ্ধার করে।

নিহত রিপনের মা মর্জিনা বেগম বরেন, জামাই রাজ্জাক ফকির আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে মেয়ে ও ছেলেকে মারধর করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ছেলে রিপন মারা যায়। আমি এর বিচার চাই।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।