ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে চার কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
টেকনাফে চার কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার

কক্সবাজার: জেলার টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে চার কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১০ জুলাই) ভোরে নাফ নদীর তীরবর্তী টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় এ অভিযান চালানো হয়।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার ভোর রাতে টেকনাফ পৌরসভায় নাফ নাইট্যং পাড়াস্থ স্থানীয় একটি বরফ কল এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে, নাফ নদীর শূন্য রেখা অতিক্রম করে সন্দেহজনক দুই ব্যক্তিকে ছোট একটি বস্তাসহ তীরের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে লোকগুলো অন্ধকারে কেওড়া বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তার ভেতরে চার কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।

বিজিবির এ কর্মকর্তা জানান, উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে। এ বিষয়ে টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।