ঢাকা: রাজধানী থেকে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সহিদকে (৪০) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
রোববার (০৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার (১০ জুলাই) র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইনের হাত থেকে বাঁচতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন বলে জানান তিনি। আটক আসমিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসজেএ/এসআইএ