ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাকা: রাজধানীর মগবাজার ও বাংলামোটরের মধ্যবর্তী স্থানে হাত বোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহত ব্যক্তির নাম ঠিকানা এখনও জানতে পারেনি পুলিশ।

সোমবার (১০ জুলাই) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

হাতিরঝিল থানার (ইন্সপেক্টর অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, বাংলামোটর ও মগবাজারের মধ্যবর্তী স্থানে একটি হাসপাতালের অপর পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া ঘটনাস্থলে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল পাওয়া গেছে। ডিবির সদস্যরা নিরাপদে সেটিরও বিস্ফোরণ ঘটিয়েছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।