ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইইউ যত খুশি ‘নিরপেক্ষ’ পর্যবেক্ষক পাঠাতে পারে: ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
ইইউ যত খুশি ‘নিরপেক্ষ’ পর্যবেক্ষক পাঠাতে পারে: ইসি

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠালে আপত্তি করবে না নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১১ জুলাই) ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এমন অবস্থানের কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

এর আগে বেলা ১১টা থেকে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের বিষয়ে ইইউ প্রতিনিধি দলের প্রধান চেলেরি রিকার্ডো ও সিইসি কোনো মন্তব্য করতে চাননি।

পরে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ইসির অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষকদের আবেদনগুলো সেপ্টেম্বরের মধ্যে এলে ভালো হয়। আরও কিছু ফর্মালিটিস আছে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স দরকার হবে। সেক্ষেত্রে তারা যত খুশি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠাতে পারে, তাতে কোনো আপত্তি নেই কমিশনের।

তিনি বলেন, তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন। আমাদের ভোটার, ভোটকেন্দ্র, পর্যবেক্ষক পাঠানোর বিষয় ও সিসি ক্যামেরা ইত্যাদি প্রসঙ্গে। তাদের একটা টেকনিক্যাল টিম আমাদের সঙ্গে ১৮ থেকে ২২ তারিখের মধ্যে বৈঠক করবেন। আমাদের নির্বাচন ব্যবস্থাপনার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তাদের যে জিজ্ঞাসা ছিল কমিশন তাদের সন্তুষ্ট করেছেন।

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব আরও বলেন, তারা আমাদের পরিস্থিতি দেখেছেন। আমাদের প্রস্তুতি দেখেছেন। যত খুশি পর্যবেক্ষক পাঠাতে পারবে, তাতে কোনো সীমাবদ্ধতা নেই।

বৈঠকে নির্বাচন কমিশন বলেছে ৯১১টা নির্বাচন করেছে, সেক্ষেত্রে তারা সন্তুষ্ট। পরিবেশ নিয়ে সন্তুষ্ট। তারা আরও বিস্তারিত আলোচনা করবে।  

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয় নাই। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা নিয়ে তারা আমাদের কাছে কিছু জানতে চায়নি। তারা জানতে চেয়েছেন ভোটার সংখ্যা কত।

অশোক কুমার দেবনাথ বলেন, কমিশনের সক্ষমতা নিয়ে সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট কিছুই প্রকাশ করেননি তারা। আমাদের দ্বাদশ ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম কি না তা জানতে চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
ইইউডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।