ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পশুর ভ্যাকসিন আমদানিতে ডব্লিউওএএইচ’র গাইডলাইন না মানার অভিযোগ

তানভীর আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
পশুর ভ্যাকসিন আমদানিতে ডব্লিউওএএইচ’র গাইডলাইন না মানার অভিযোগ

ঢাকা: আফ্রিকার গবাদি পশুর জন্য তৈরি করা ক্ষুরা রোগের ভ্যাকসিন আমদানি করা হচ্ছে বাংলাদেশে। এ সম্পর্কে জাতিসংঘের বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার (ডব্লিউওএএইচ) সুস্পষ্ট গাইডলাইন থাকলেও তা মানা হচ্ছে না।

এতে করে আফ্রিকার দেশগুলোতে গবাদি পশুর যে ধরনের রোগ দেখা দেয়, বাংলাদেশের গরুরও সে ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।  

জানা গেছে, জাতিসংঘের বিশ্ব প্রাণি স্বাস্থ্য সংস্থার নীতিমালা না মেনে ওষুধ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশে গরুর ক্ষুরা রোগের ওরাল ভ্যাকসিন এফএমডি আমদানি ও বিপণন করা হচ্ছে। যা এ দেশে আমদানি নিষিদ্ধ। ডব্লিউওএএইচ'র নীতিমালা অনুযায়ী এটি শুধুমাত্র আফ্রিকার দেশগুলোর জন্য প্রযোজ্য বা তৈরি করা হয়। কারণ বিশ্বজুড়ে গরুর ক্ষুরা রোগ নিরাময়ে পরিবেশ ও জলবায়ু অনুযায়ী আফ্রিকা, এশিয়া, মধ্য এশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়া অঞ্চলের জন্য পৃথক পৃথক ভ্যাকসিন উৎপাদন ও ব্যবহার বিধি নির্ধারণ করেছে ডব্লিউওএএইচ।  

ভিন্ন অঞ্চলের ভ্যাকসিন আমদানি ও বিপণনের ফলে দেশের প্রাণিসম্পদে এর দীর্ঘ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে আফ্রিকান দেশগুলোর ভাইরাসের ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এখানকার পশু সম্পদে। ছড়িয়ে পড়তে পারে দেশের সব গবাদি পশুতে। সেই সঙ্গে মানবদেহেও দেখা দিতে পারে, অজানা কোনো না কোনো রোগের উৎস।  

এদিকে ওয়ান ফার্মার আমদানিকৃত ভ্যানসিনটি সরকারি পর্যায় সরবরাহ করা হয় জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে। এর উৎপাদক কোম্পানি হলো রাশিয়ার আরিয়াহ। যারা আন্তর্জাতিক ভেটেরিনারি ওষুধ উৎপাদক প্রতিষ্ঠান। তবে বাংলাদেশে আমদানিকৃত তাদের ওরাল ভ্যাকসিনটি কোনোভাবেই ডব্লিউওএএইচ'র গাইড লাইন মেনে উৎপাদিত টিকা নয়। শুধু তাই নয়, ভ্যাকসিনটি প্রথম পর্যায় ওরাল হিসেবে আমদানি করা হলেও পরে ২০১৯ সালের ৩ নভেম্বর ওরাল শব্দটি কেটে ‘ইনজেক্টেবল’ করা হয়। কিন্তু কাগজে পরিবর্তন ঘটলেও ভ্যাকসিনটি থেকে যায় তরল বোতলজাতকৃত ওরাল। আন্তর্জাতিক ওষুধ নীতিমালা মতে, মুখে খাওয়ার ওষুধ আর ইনজেক্টেবল ফর্মূলা কোনোভাবেই এক নয়।  

এ অবস্থায় সম্প্রতি ওষুধ প্রশাসন অধিদপ্তরে লিখিত অভিযোগ করে এফএমডি নামক ওই ভ্যাকসিন আমদানি ও বিপণন নিষিদ্ধের দাবি জানিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা। সংস্থাটির দাবি বাংলাদেশের জন্য এফএমডি ভ্যাকসিন কি ধরনের ভাইরাস দ্বারা তৈরি করা হবে, তা বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা নির্ধারণ করে দিয়েছে। আমাদের দেশের প্রাণিসম্পদ অধিদপ্তরের চাহিদা অনুযায়ী এশিয়া-১ ভ্যাকসিনটি দেশে উৎপাদন ও টেন্ডারের মাধ্যমে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু ওয়ানফার্মা লিমিটেড নামক কোম্পানিটির রেজিস্ট্রেশনকৃত এফএমডি ভ্যাকসিন পোল-৪ (Vaccine Pool-4 (O. A. Sat 1.2.3), Pool-5, (O.A. Sat 1,2) Pool-6 (O. A. Sat 1.2.3) ব্যবহৃত ভাইরাস রয়েছে, যা বাংলাদেশের প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর।

কারণ হিসেবে তারা বলছে, Sat 1.2.3 virus সমূহ শুধুমাত্র আফ্রিকা মহাদেশে মহামারি আকারে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার ওপর রোগ বিস্তার করলে সেখান থেকে উৎপাদিত ভ্যাকসিন এর মাধ্যমে নিয়ন্ত্রণ করে। সেই জীবন্ত ভাইরাসগুলো যদি Pool- 1 & Pool-2 তে ব্যবহার করা হয়, তাহলে বাংলাদেশে আফ্রিকান ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যেতে পারে।

এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. সালাউদ্দিন বলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাজ রেজিস্ট্রেশন দেওয়া। আমরা কোম্পানিটিকে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন দিয়েছি। এখন তারা যা আমদানি করছে সেটি দেখার দায়িত্ব প্রাণিসম্পদ অধিদপ্তরের। কেননা এ বিষয়ে তাদের টেকনিক্যাল টিম রয়েছে। তিনটি বিশেষজ্ঞ টিম বিষয়টি পর্যালোচনা করে ভ্যাকসিনটি কিনেছে, সুতরাং এর ভালোমন্দের বিষয়টি তারাই ভালো বলতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।  

এফএমডিকে মারাত্মক ধরনের রোগ উল্লেখ করে পরিচালক সালাউদ্দিন বলেন, এই রোগে গবাদিপশু শুকিয়ে যায়, দুধ কমে যায়। কোনো কারণে যদি সেটি বাংলাদেশে প্রবেশ করে তবে অবশ্যই সেটি ক্ষতির কারণ হবে।  

তবে এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোন নম্বরে মেসেজ দিয়েও তার কাছ থেকে কোনো প্রতি উত্তর পাওয়া যায়নি।  

এবিষয়ে ওয়ান ফার্মার হেড অব অপারেশন ডা. মোমেন সিদ্দিকী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের গরুর ক্ষুরা রোগের জন্য একই ধরনের ভ্যাকসিন ব্যবহার হয়ে থাকে। আর আবহাওয়ার কারণে ভাইরাসের কোনো ভেদাভেদ হয় না। সব দেশেই একই ধরনের কাজ করে থাকে। তাই আমাদের দেশেও কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, বাংলাদেশে পশুর যত ওষুধ আমদানি করা হয়, তার মধ্যে ওয়ান ফার্মা সবচেয়ে বেশি পরীক্ষিত। সে কারণে সরকারের বেশ কয়েকটি প্রজেক্টের সঙ্গে আমরা কাজ করছি।

এদিকে ওয়ান ফার্মার আমদানিকৃত গরুর ক্ষুরারোগের ভ্যাকসিনটি কোনোভাবেই বাংলাদেশের জন্য তৈরিকৃত নয় দাবি করে গত ১৪ মে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পক্ষে এর উপদেষ্টা ড. ‍সুফি সাগর সামস ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে দেশের প্রাণি সম্পদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ ভ্যাকসিন আমদানি অতি দ্রুত নিষিদ্ধের পাশাপাশি ওয়ান ফার্মা নামক কোম্পানিটির রেজিস্ট্রেশন বাতিলেরও আবেদন জানানো হয়।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, গবাদি পশুর ক্ষুরা ও মুখের অসুখের জন্য ভ্যাকসিন তৈরি ও এর প্রযোজ্য ক্ষেত্র হিসেবে পুরো পৃথিবীকে সাতটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ, ভুটান, ভারত, মরিশাস, নেপাল ও শ্রীলঙ্কা রয়েছে দক্ষিণ এশিয়া অঞ্চলে। এছাড়া উত্তর আফ্রিকা, পূর্ব আফ্রিকা ও পশ্চিম/মধ্য আফ্রিকা শিরোনামে পুরো আফ্রিকা মহাদেশকে আলাদা করা হয়েছে।  

এদিকে এফএমডি ভ্যাকসিনকে বাংলাদেশের জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করে প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকার সঙ্গে বাংলাদেশ অঞ্চলের আবহাওয়া, পরিবেশ ও জলবায়ুগত পার্থক্যের কারণে গবাদি পশুর রোগেও ভিন্নতা রয়েছে। এসব বিবেচনায় ভ্যাকসিনে কোনো ধরনের উপাদান থাকবে সেটি জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগ নির্ধারণ করে দেয়। তাই এক অঞ্চলের জন্য প্রস্তুতকৃত ভ্যাকসিন আরেক অঞ্চলে ব্যবহার অবশ্যই বড় ধরনের বিপর্য়য় ডেকে আনতে পারে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
আরআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।