ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত  নিহত বাংলাদেশি যুবক মো. শাহাদাত হোসেন

লক্ষ্মীপুর: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. শাহাদাত হোসেন (২৯) নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন।  

তার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নদীভাঙন কবলিত নবীগঞ্জ এলাকায়।

তার বাবার নাম মো. শাহাজাহান মাঝি।  

বুধবার (১২ জুলাই) সকালে নিহতের ছোটভাই মো. জামাল উদ্দিন মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার ভাই শাহাদাত বাংলাদেশে সময় মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে সৌদি আরবের দাম্মাম আল হাসা এলাকার কিং ফাহাদ হাসপাতালে মারা গেছেন। গত চারদিন তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  

সৌদি আরবে অবস্থানরত শাহাদাতের সহকর্মীদের বরাত দিয়ে জামাল উদ্দিন বলেন, , গত ৮ জুলাই ভোর ৫ টার দিকে সৌদি আরবের আল হুফুফ এলাকায় সড়ক দুর্ঘটনায় আমার ভাই শাহাদাত গুরুতর আহত হয়। পরে সে দেশের পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে আইয়ুন নামের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিং ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে তার মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, এ বিষয়ে কোনো তথ্য আমাদের কেউ জানায়নি। খোঁজ নিয়ে ওই প্রবাসীর পরিবারকে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেবে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।