সাভার (ঢাকা): ঢাকায় সমাবেশকে ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে বসানো পুলিশের চেকপোস্ট তুলে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিকভাবেই চলছে।
বুধবার (১২ জুলাই) দুপুর ২টার পরপরই আমিনবাজারের চেকপোস্টের কার্যক্রম বন্ধ করে দেয় পুলিশ।
এর আগে, সকাল ৭টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চেকপোস্টের কার্যক্রম চালায় পুলিশ সদস্যরা। এতে দুর্ভোগে পরে সাধারণ যাত্রীরা।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহ বাংলানিউজকে বলেন, আমাদের নিয়মিত চেকপোস্ট ছিল আজ। আমাদের চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এসএফ/আরআইএস